- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-১০-২০২২, সময়ঃ বিকাল ০৪:১৬
এসকেএস ফাউণ্ডেশনের উদ্যোগে সাঘাটায় স্কুল চক্ষু ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক ►
এসকেএস ফাউণ্ডেশনের উদ্যোগে কচুয়াহাট শহিদ এইচ আর এম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূলে স্কুল চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । গত ২৩ অক্টোবর তারিখে কচুয়াহাট শহিদ এইচ আর এম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূলে অনুষ্ঠিত স্কুল চক্ষুু ক্যাম্পে একাধিক মাধ্যমিক স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদান করেন এসকেএস আই হাসপাতালের চক্ষু বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান।
আন্ধেরী হিলফ্ বন র্জামানী এর অর্থায়নে ও এসকেএস ফাউণ্ডেশনের আয়োজনে এ স্কুল চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন কচুয়াহাট শহিদ এইচ আর এম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দীন মাহমুদ । ক্যাম্পে উপস্থিত তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে ২০ জন দরিদ্র শিক্ষার্থীর চোখের অসুস্থ্যতার জন্য বিনামুল্যে ঔষধ ও ১০ জন শিক্ষার্থীর দৃষ্টি সমস্যার জন্য বিনামুল্যে চশমা প্রদান করা হয়। অন্যান্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়।